খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬: সুনামগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, জেলা ব্র্যাক প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা স্যাানিটেশন এবং হাত ধোয়ার বিভিন্নদিক নিয়ে আােলাচনা করেন এবং এতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।