Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬:  ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে বোয়িং-৭৩৭ ও ৮০০ মডেলের নতুন দুটি এয়ারক্র্যাফট। হল্যন্ডের এয়ার ক্যাপ কোম্পানি থেকে কেনা এয়ারক্র্যাফট শুক্রবার আসছে চায়নার সাংহাই থেকে।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের ১১ তারিখ আরো একটি বোয়িং ইউএস-বাংলার বহরে যুক্ত হয়। এ নিয়ে ইউএস-বাংলার বহরে বোয়িংয়ের সংখ্যা তিনটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “তিনটি অত্যাধুনিক এয়ারক্র্যাফট দিয়ে কলকাতা, সিঙ্গাপুর, মাস্কাট, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজো ও কুনমিংসহ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। ২০১৪ সালে দুটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্র্যাফট নিয়ে বাংলাদেশের আকাশপথে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। পরে সংযোজন ঘটে আরো একটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্র্যাফটের।”

তিনি আরো বলেন, “ইউএস-বাংলা এয়ারলাইন্স উন্নত যাত্রীসেবা ও টাইমিংয়ের বিষয়ে কোনো ছাড় দেয় না। এ কারণে প্রতিষ্ঠার দুই বছরে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভাবনীয় সাফল্য পেয়েছে। বাংলাদেশে ডমেস্টিক সেক্টরে ‘বেস্ট এয়ারলাইন অব দ্য ইয়ার-২০১৫’ অ্যাওয়ার্ড লাভ করে এ প্রতিষ্ঠান।”

মামুন বলেন, “এছাড়া বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম কর্তৃক পরপর দুই বছর ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০১৪ ও ২০১৫’ নির্বাচিত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্স। এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ডিভিশন অব কর্পোরেশনের একমাত্র তালিকাভুক্ত বাংলাদেশি এয়ারলাইন্স কোম্পানি। ইন টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড শতকরা ৯৮.৭ ভাগ।”