Mon. Oct 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যানপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ট্রাক চাপায় আমিনুর রশিদ (৪৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আমিনুর রশিদ শিবগঞ্জ উপজেলার রানিহাটি ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত হারুন আর রশিদের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, সকাল ১০ টার দিকে আমনুরাগামী একটি একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-০১৯৯) মোটর একই দিকে যাওয়া সাইকেল আরোহী আমিনুর রশিদকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত আমিনুর রশিদের ভাই মোমিন ভাই আলী জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথে রাজশাহীর গোদাগাড়িতে তার ভাই মারা যায়।