Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : রাজশাহীর তানোর উপজেলায় বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক গভীর নলকুপ অপারেটরের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের সরকুড়া গ্রামের একটি জমির আইল থেকে আকবর আলী (৫৫) নামে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। আকবরের বাড়ি একই ইউনিয়নের মালশিরা গ্রামে। তার বাবার নাম ডুমনা শাহ। গত বুধবার দিনগত রাতের কোনো এক সময় আকবর আলীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, সরকুড়া গ্রামের একটি গভীর নলকুপের অপারেটর ছিলেন আকবর। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ওই নলকুপের পাশের একটি ধানক্ষেতের আইলে আকবরের লাশুু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে দুপুরে লাশটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ওসি জানান, আকবর আলী গভীর নলকুপের অপারেটর হিসেবে বুধবার রাতেও বেশ কয়েকজন কৃষকের জমিতে সেচ দিয়েছেন। এ সময় কোনো কৃষকের সঙ্গে তার গণ্ডগোল হয়েছে কী না তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে আকবরের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। আকবর আলীর ছোট ভাই সাইফুল ইসলাম জানান, আকবর মদ্যপান করতেন। তার হৃদরোগও ছিল। অতিরিক্ত মদ্যপান অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে আকবরের মৃত্যু হয়েছে বলে তারা ধারনা করছেন। এ ব্যাপারে ওসি মীর্জা আবদুস সালাম বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। আর এই ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনে যদি বলা হয়, তাকে হত্যা করা হয়েছে তবে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রুপ নেবে।