খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : নওগাঁর মান্দায় বৃহস্পতিবার দুপুরে জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে নারী শিক্ষা জাগরন ও বাল্য বিবাহ রোধ কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজেম উদ্দীনের সঞ্চলানায় এবং সভাপতি খোদাবক্স মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ সালাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, কালিকাপুর-চককালিকাপুর কলেজের অধ্যক্ষ ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাহাপুর ডি,এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন, মটগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবের হোসেন, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি.এম আব্দুর রহমান। কোরআন তেলাওয়াত করেন ৮ম শ্রেণির ছাত্রী অনিমা খাতুন এবং গীতা পাঠ করেন ১০ম শ্রেণীর ছাত্রী কুমার মলি রানী। শেষে ২০১৫ সালের জি,এস,সি এবং ২০১৬ সালের এস,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদেরকে সংবর্ধনা স্বরুপ মেডেল প্রদান করা হয়।