Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ :  নওগাঁর নিয়ামতপুরে ধানক্ষেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, উপজেলার হাজিনগর ইউপির গণপুর গ্রামের দক্ষিনে ধানক্ষেত থেকে বেলা ৩টায় কিশোরের লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কিশোরের লাশটি নওগাঁ জেলার পোরশা উপজেলার ঘাটনগর কানাপাড়া গ্রামের আছির উদ্দিনে ছেলে হাসান (১৩)।

সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় গণপুর গ্রামের পালানু বর্মনের ছেলে কমেল বর্মন জমিতে কীটনাশক প্রয়োগের জন্য গেলে রোপিত ছোট আম গাছে গামছা ও রবারের দড়ি গলায় পেচানো অবস্থায় একটি কিশোরের লাশ দেখতে পায়। সে সাথে সাথে গ্রাম পুলিশ বিনয় চন্দ্রের মাধ্যমে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ সংবাদ পেয়ে নিয়ামতপুর মহাদেবপুর সার্কেলের এএসপি আব্দুর রাজ্জাক খান, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান, এসআই লালবুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোরের লাশটি উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা মৃত হাসানের ভগ্নিপতি এনামুল বলেন, হাসান চার্জার ভ্যান গাড়ী চালায়। সে গতকাল সকালে তার বোনকে বাবার বাড়ী থেকে শ্বশুড় বাড়ী উপজেলার হাজিনগর ইউপির কাটনা গ্রামে আসে। বোনকে রেখে আবার ভাড়া মারার জন্য লোক উঠিয়ে নিয়ে যায়। তার ধারণা চার্জার ভ্যান গাড়ীটি ছিনতাই করে তাকে এভাবে হত্যা করে গাছের সাথে বেঁধে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম বলেন, এটি স্পষ্ট হত্যাকান্ড। ছেলেটিকে হত্যা করে চার্জার ভ্যান গাড়িটিকে নিয়ে হত্যাকারীরা পালিয়ে যায়। এ রির্পোট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।