খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে এ খেলার পুরস্কার বিতরণ করেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সভপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রসাশক ড. মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম সহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ের কর্মকর্তাগনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন বালক দল মহাদেবপুর উপজেলার দক্ষিন রক্ষিরামপুর ও পোরশা উপজেলার নিতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দল হলো নিয়ামতপুর উজেলার সাদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পতœীতলার নাদৌড় বেংডোম সরকারী প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলায় বালক দল ০১ গোলে মহাদেবপুর উপজেলার দক্ষিন রক্ষিরামপুর ও বালিকা দল ০৩ গোলে নিয়ামতপুর উজেলার সাদাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নওগাঁ জেলায় চাম্পিয়ান হয়। খেলায় ১১টি উপজেলার বালক ও বালিকা দল অংশ গ্রহন করে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।