Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ :  “অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ” এ শ্লোগানে ২৭ অক্টোবর ২০১৬ বৃহসপতিবার সকাল ১০ ঘটিকায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মুন্সিগঞ্জের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র কাচারি চত্ত্বরে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সনাক আয়োজিত এ মানববন্ধনে আগামী নভেম্বরে মরোক্কোতে অনুষ্ঠিতব্য কপ-২২ সম্মেলনে অংশগ্রহণকারী উন্নত দেশগুলোর প্রদত্ত প্রতিশ্রুতির বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল হতে অনুদান সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবী জানান হয়।
মানববন্ধনে বক্তাগণ উল্লেখ করেন যে, বৈশি^ক জলবায়ু পরিবর্তনের সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে অন্যতম বাংলাদেশ ইতিমধ্যেই অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। তারা শিল্পোন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ি জলবায়ু তহবিলের অর্থ প্রদান না করায় হতাশা ব্যক্ত করেন এবং প্রতিশ্রুত অর্থ যথাসময়ে ছাড় করার দাবী জানান।
তাছাড়া, সম্প্রতি, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বব্যাংক ২ বিলিয়ন ডলার ঋণ প্রদানের ঘোষণা দিলেও মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তাগণ মনে করেন যে, বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো অভিযোজনের জন্য প্রয়োজনীয় তহবিল ক্ষতিপূরণ হিসাবে অনুদান পাওয়ার কথা, ঋণ হিসেবে নয়। তারা জলবায়ু তহবিলের নামে কোনো ঋণ গ্রহণ না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সভাপতি এ্যাড. মো: হুমায়ুন কবীর শাহীন, সদস্য মো: আলী আকবর মিলন, মো: ফজলুর রহমান, জেবুন নাহার বেগম, শুভংকর বিশ্বাসসহ প্রমূখ ব্যক্তিবর্গ। সনাক, স্বজন, ইয়েস ও ইয়েসফ্রেন্ডস সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগনও উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।