খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা তার নিজ উদ্দ্যেগে মাননীয় প্রধান মন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার বাস্তবায়ন কৃত মিড ডে মিল এর শুভ উদ্ভোধন করেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পরিষদ মিলনায়তনে উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল করিম তুহিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর খাঁন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা খাজা বাহাউদ্দিন, প্যানেল চেয়ারম্যান (১) গোলাম মাওলা, প্যানেল চেয়ারম্যান (২) মোশারফ হোসেন, মহিলা আসনের মেম্বার শিল্পী বেগম, ঝরনা বেগম, রানী বেগম, সাধারন সদস্য পুরুষ সর্দার রুবেল, শহিদুল ঢালী, শামীম আহম্মেদ, সালাম মিয়া, মামুন মিয়া, ইমরান হোসেন, জাহিদ হাসান, এলাকার মুরুব্বী আব্দুল মতিন সহ বিভিন্ন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্যরা, শিক্ষক, শিক্ষার্থীরা।
চেয়ারম্যান গোলাম মোস্তফা মোট ৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল এর শুভ উদ্ভোধন করেন। বিদ্যালয় গুলো হল নওগা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মালির পাথর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিনোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জিয়সতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাম্পাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এতে প্রায় পাচঁ হাজার শিক্ষার্থীকে এই মিড ডে মিল প্রদান করা হয় চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান।