Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bondukখোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ :  পাবনার আতাইকুলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী সংগঠন সর্বহারার আঞ্চলিক কমান্ডার বিপলু (৫০) ও তার সহযোগী ময়েন (৩৫) নিহত হয়েছে।

শুক্রবার ভোর ৪টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার গয়েশবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে কাছে এ ঘটনা ঘটে।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি এবং একটি বন্দুক উদ্ধার করেছে।

নিহতরা হলো- বিপলু সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের আব্বাস আলীর ছেলে এবং ময়েন একই উপজেলার ধোপাদহ ইউনিয়নের বড় পাইকশা গ্রামের মো. মোতালেবের ছেলে।

নিহত বিপলু আতাইকুলার আওয়ামী লীগ নেতা শাহজামাল মেম্বার ও তার মা জয়গন বিবি হত্যা মামলার প্রধান আসামি বলে জানান র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস।

তিনি বলেন, পাবনার আতাইকুলা থানা একটি সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে চিহ্নিত। গয়েশবাড়ি এলাকায় সন্ত্রাসীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়কের নেতৃত্বে র‌্যাবের একটি দল ভোরে সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ।

এসময় বিপলু ও ময়েন গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে র‌্যাব ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি এবং একটি বন্দুক উদ্ধার করে।

আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহত বিপলু চরমপন্থী সংগঠন সর্বহারার আঞ্চলিক কমান্ডার।
সাঁথিয়া থানার ওসি মো. নাসিরুদ্দিন জানান, নিহতদের বিরুদ্ধে সাঁথিয়া থানাসহ বিভিন্ন থানায় ৮টি হত্যাসহ ডজন খানেক মামলা রয়েছে।

এছাড়া দোপাদহ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বর শাহজামাল (৪০) ও তার মা জয়গন বিবি(৬০)হত্যা মামলার প্রধান আসামি ছিলেন বিপলু।

গত ১৬ আগস্ট রাতে পাইকশা গ্রামের নিজ বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে শাহজামাল এবং তার মা জয়গনকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। শাহজামাল ধুলাউড়ি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা দীপু হত্যা মামলার সাক্ষী ছিলেন।