খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : যশোরের শার্শা বাগআচড়া পল্লীতে ফুটফুটে একটি কন্যা সন্তান কুড়িয়ে পেল এক কন্যা বঞ্চিত আহসান মৌসুমি দম্পতি। শিশুটি পেয়ে খুশি তারা। কন্যা সন্তানটি দেখতে প্রতিদিন তাদের বাড়ীতে ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা নারী পরুষ ও শিশুরা। সন্তানটি স্বযত্নে লালন করতে চান তারা। আল্লাহ তাদের সন্তানটি মিলিয়ে দিয়েছে-এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানান ঐ নব দম্পতি।
শার্শা বাগআচড়া ইউপি চেয়ারমান ইলিয়াচ কবির বকুল জানান, কে বা কাহারা সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তানটি বাগআচড়া বাজারের পাশেই একটি শিড়ির উপর ফেলে রেখে যায়। বৃহস্পতিবার সকালে সূর্য উঠার পর পরই শিশুটি কেদে উঠলে-পথচারিরা এগিয়ে আসে। এসময় সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে কোলে তুলে নেন বাগআচড়া গ্রামের কন্যা সন্তান বঞ্চিত-আহসান হাবিব দম্পতি। তার স্ত্রী মৌসুমি কন্যা শিশুটিকে পেয়ে বেজায় খুশি হন। শিশুটিকে আহসান মৌসুমি দম্পতি পালন করবেন বলে জানান চেয়ারম্যান ইলিয়াচ কবির বকুল।
শিশুটিকে মানুষের মতো মানুষ করতে চান-কন্যা সন্তান বঞ্চিত দম্পতি-মৌসুমি খাতুন। মানুষ কত নিষ্টুর হতে পারে তাদের এত সুন্দর সন্তান ফেলে গেল-আহ-কি বিবেকহীন মানুষ শিশুটিকে দেখে এভাবেই আবেগ আপ্লুত হন-মহিলারা।
শিশুটি কোন প্রেমের ফসল বা কন্যা সন্তান হওয়ায় ফেলে যায় কোন অসহায় মা। কোলের সন্তান ফেলে যেতে বুক কাপিনি তার-সে মানুষ নয় ডায়নি-এভাবেই বলেন স্থানীয়রা।
শার্শা উপজেলা মহিলা কর্মকর্তা কানিজ তাজিয়া ফেরদৌস জানান, শিশুটির বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন তারা।
কন্যা বঞ্চিত দম্পতি আহসান হাবিব বলেন-কোলে তুলে নিয়েছি শিশুটিকে স্বযত্নে লালন পালন করবেন তারা।