খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ফুলবাড়ী সদর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী মইনুল হক নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন।
আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে কর্মীদের ভয়ভীতি প্রদর্শন, হত্যার হুমকী, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন ঘোষনার দাবি এবং বাদপড়া ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত না করার অভিযোগ এনে তিনি তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। সেইসাথে ফুলবাড়ী সদর ইউনিয়নবাসীকে সাজানো এ নির্বাচন প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।
লিখিত বক্তব্য পাঠ করেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাবেক সভাপতি ও ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী (লাঙ্গল) মইনুল হক। তিনি অভিযোগে বলেন, অসংগতিপূর্ণ ভোটার তালিকা দিয়ে নির্বাচন কমিশন ভোট গ্রহনের অপচেষ্টা চালাচ্ছে। এছাড়াও আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে নির্বাচনী পরিবেশ না থাকা, তার ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের নানাভাবে হত্যার হুমকীসহ বিশৃংখলা সৃষ্টি করে প্রহসনের নির্বাচন করার কারনে তা স্থগিত করে নতুন করে ভোটার তালিকা প্রণয়ন ও দাসিয়ারছড়া নামে নতুন একটি ইউনিয়ন গঠনের দাবী জানান তিনি।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর হাইকোর্টের আপীল বিভাগ নির্বাচন স্থগিত আদেশ স্থগিত করে আগামী ৩০ অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।