খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৭ এর কাছে বাংলাদেশ ভুখন্ডে কয়েকজন কৃষক ধান কাটতে যায়।
এসময় ভারতের খেতাবের কুটি বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ময়নুল ইসলাম (৩৫) নামে এক কৃষক আহত হয়। তাকে ফুলবাড়ী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ময়নুল ইসলাম উত্তর অনন্তপুর গ্রামের আশরাফুল আলীর ছেলে।
৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল মোঃ জাকির হোসেন জানান, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।