খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে বিদ্যুতস্পৃষ্টে মোছাব্বির হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে তার বাড়ির পাশর্^বর্তী মাহফিল অনুষ্ঠানে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের সময় এ ঘটনা ঘটে।
নিহত মোচ্ছাবির হোসেন বাঁশবাড়ীয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া মহিলা মাদ্রাসা পাশে ওয়াজ মাহফিল অনুষ্ঠানের প্যান্ডেলে বৈদ্যুতিক সংযোগের তার টানছিলেন ডেকোরেশনের কর্মীরা। এসময় কয়েকজন শিশুর সঙ্গে খেলার সময় মোছাব্বির ওই তারে হাত দিলে বিদুতস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক এমকে রেজা তাকে মৃত ঘোষণা করেন।