খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : দিনাজপুরের ফুলভাড়ীতে পিতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় পুলিশের হাতে রেজানুজ্জামান সোহাগ আটক। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টায় হামলাকারী নেশাখোর ছেলে রেজানুজ্জামান সোহাগ (৩৫) কে আটক করেছে পুলিশ। নেশাখোর যুবক রেজানুজ্জামান সোহাগ, পৌর সভার স্বজন পুকুর গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের পুত্র।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী, থানায় দায়ের কৃত মামলার সুত্রে বলেন, আটক কৃত রেজানুজ্জামান সোহাগ, গত বুধবার বিকেলে নেশার টাকা না পেয়ে, তার পিতা সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম মঞ্জুর উপর ধারালো অস্ত্রদিয়ে হামলা করে, এই ঘটনায় রফিকুল ইসলাম মঞ্জুর শরিরের বিভিন্ন অংশ কেটে যায় ও ডান হাতের দুটি আঙ্গুল কেটে যায়।এতে গুরুতর আহত হয়। ঘটনাকে কেন্দ্র করে, রফিকুল ইসলাম মঞ্জুর ছোট ছেলে, রায়হানুর ইসলাম সাগর বাদি হয়ে গত বৃহস্পতিবার সন্ধায়, ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সুত্র ধরে, গতবৃস্পতিবার রাত সাড়ে ১০টায় নবাব গঞ্জ উপজেলার উত্তর সাহাবাজপুর গ্রাম থেকে, আফতাব গঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহয়াতায় উক্ত ব্যক্তিকে আটক করে। মামলার বাদি রফিকুল ইসলামের ছোট ছেলে রায়হানুর ইসলাম সাগর বলেন, তার বড়ভাই হামলাকারী এজন মাদকাশক্ত যুবক, সে প্রায় সময় মাদকের টাকার জন্য বাড়ীর লোক জনের সাথে রাগা-রাগি করতো, ঘটনার দিন বাড়ীতে কেউ না থাকার কারনে বার বার তার পিতার নিকট নেশার টাকা চেয়ে ব্যার্থ হয়ে এই ঘটনা ঘটায়।
এদিকে গ্রামবাসীরা বলছেন, হামলাকারী রেজানুজ্জামান সোহাগ এর মা স্কুল শিক্ষিকা রাজিয়া বেগম এর মৃত্যুর পর রফিকুল ইসলাম দ্বিতিয় বিয়ে করে, এবং সোহাগের উপর নজর দারী উঠে যায় ও সোহাগ পরিবার থেকে অনেকটায় বিচ্ছিন্ন ছিল এই কারনে এই ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসী জানান।