খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে তারকাটা কাঠার সন্দেহে বিজিবির হাতে ২ যুবক মটর সাইকেল সহ আটক। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টায়, বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেরা তার কাটা কাটার সন্দেহে, ফুলবাড়ী উপজেলার রুদ্রানী ক্যাম্প এলাকার জগন্নাথপুর সীমান্ত এলাকা থেকে,দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার স্বরসতীপুর বুদাপাড়া গ্রামের জালাল উদ্দিন এর পুত্র মোঃ মোসলেম উদ্দিন (২৮)হীরো,ও একই জেলার চিরির বন্দর উপজেলার শাহাপুর গ্রামের মোঃ মজিবর রহমান এর পুত্র মোঃ ফেরাজুল ইসলাম (২৫) নামে দুই যুবকে আটক করেছে ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।পলাতক রয়েছেন স্বরসতিপুর গ্রামের মৃত আবুল কালাম এর পুত্র মোঃ মকবুল হোসেন (২৬)।আটক কৃত মটর সাইকেল ফ্রিডম ১০০সিটি লাল রংয়ের, গাড়ি নং দিনাজপুর-হ-১৩-৯৪৪১।
এই ঘটনায় শুক্রবার সকাল ১০ টায়, রুদ্রানী বিওপি ক্যাম্প ইনচার্জ হাবিলদার রেজাউল করিম বাদি হয়ে, ফুলবাড়ী থানায় ২৫ এর বি ধারায় একটি মামলা দায়ের করেন, ধৃত মোঃ মোসলেম উদ্দিন ও মোঃ ফেরাজুল কে থানায় সোপর্দ্দ করে। মামলার বাদি হাবিলদার মোঃ রেজাউল করিম বলেন, ধৃতরা ধারালো কাচিঁ নিয়ে সীমান্তে কাঁটাতার কাঠার উদ্দেশ্যে যাওয়ার পথে, তাদেরকে জগন্নাথপুর মোড়ে আটক করা হয়, এ সময় তারকাটা কাঠার একটি কাচিঁ ও তাদের মটর সাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কোরবান আলীর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, ঐ যুবক দয় সীমান্তের পিলার নং ৩০৩/এর ৫ এস এলাকায় তারকাঁটা কাঠার জন্য যাচ্ছিল । এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।