খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মানসিক স্বাস্থ্য দিবসের এক সেমিনারে তিনি একথা বলেন।
শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী, সময়মতো শেখ হাসিনার অধীনেই হবে। এখানে আলোচনা করার কী আছে?
তিনি বলেন, পৃথিবীর অন্যান্য দেশে সরকারের অধীনে যেভাবে হয় সেভাবেই নির্বাচন হবে।
নাসিম বলেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই, বরং নির্বাচনে আসুন। এ নিয়ে অতীতের মতো অস্থিতিশীলতা সৃষ্টি করবেন না।
তিনি বলেন, বাংলাদেশে কঠোরভাবে জঙ্গি দমন করতে পেরেছি। বিশ্বের কাছে এখন এদেশ রোল মডেল।
মাদকের কারণে সাম্প্রতিক সময়ে তরুণরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলেও জানান তিনি।