খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে মোঃ রুবেল নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় রায়হান কলোনী (ভোলা ফকিরের বাড়ী পাশে) থেকে তার তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে রুবেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বন্দর থানার এস আই শফিক জানান. বৃহস্পতিবার রাত্র সাড়ে ৮ টায় মৃত্যুর খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত রুবেল ভোলা জেলার ভান্ডারিয়া গ্রামের মোঃ নান্নুমিয়ার পুত্র।
সে স্ত্রীকে নিয়ে ২/৩বছর যাবত রায়হান কলোনীতে বসবাস করতো । সে ইপিজেডের মেরীমো কারখানা নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরীর শ্রমিক । তার স্ত্রী ইয়াং ওয়ান লিঃ সুইং অপারেটর হিসেবে কাজ করেন ।