খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইংলিশ মিডিয়াম স্কুলে পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় নাচোল ইংলিশ মিডিয়াম স্কুল চত্বরে অত্র প্রতিষ্ঠানের সভাপতি প্রভাষক শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিবর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও নাচোল অক্সফোর্ড একাডেমীর চেয়ারম্যান আবু তাহের খোকন,নাচোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, রাজবাড়ী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও অক্সফোর্ড একাডেমীর অধ্যক্ষ মজিদুল ইসলাম সহ প্রমুখ। বক্তব্য শেষে অতিথিরা বিদায়ী ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া কামনা করেন।