Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ :  কুড়িগ্রামের সদর, রাজারহাট ও উলিপুৃর উপজেলায় ৮টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সুইড বাংলাদেশের উদ্যোগে স্থাপিত এই বিদ্যালয়গুলোর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্ডল।
এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক এসএম ছানালাল বকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুইড বাংলাদেশের কেন্দ্রিয় কমিটির মহাসচিব জাওয়াহেরুল ইসলাম মামুন, ডা. অজন্তা রানী সাহা ও মাহমুদুল হক তাহের প্রমূখ।
এসব বিদ্যালয়ে ৪০০ জন বুৃদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুকে বিশেষ শিক্ষা ও তাদের জীবনমান উন্নয়নে কর্মদক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেয়া হবে।