Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2016-10-29_3_98948খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ :  যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের ও’হারে বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়েতে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যায়।
ফেডারেল এ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, এই ঘটনায় মায়ামিগামী বোয়িং ৭৬৭ এর একটি চাকা ফুটো হয়ে যায় ও একটি ইঞ্জিনের ক্ষতি হয়।
এক পর্যায়ে কালো ধোঁয়া বেরুতে শুরু করলে যাত্রীদের জরুরি গমনপথ দিয়ে বিমান থেকে বের করে দেয়া হয়।
এই ঘটনায় ৭ যাত্রী ও একজন ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট সামান্য অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
বিমানটিতে ৯ ক্রু ও ১৬১ যাত্রী ছিল। স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ৩টায় দমকল বিভাগের কর্মকর্তারা জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।