Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2016-10-28_8_878675খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ :প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুক্রবার সাধারণ জনগণের সমস্যাগুলো জানতে তাদের সাথে ঘনিষ্ঠ হতে এবং সেসব সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায়ে জানাতে দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত সভাপতিমন্ডলীর প্রথম বৈঠকে বক্তব্য দানকালে তিনি বলেন, ‘দলের নেতৃবৃন্দের মূল দায়িত্ব হলো জনগণের প্রকৃত সমস্যা জানা এবং আমাদেরকে সেগুলো জানানো।’
দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা উন্নয়নের জন্য পদক্ষেপ নেব এবং দলের দায়িত্ব তা করতে আমাদেরকে সহায়তা করা।’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি এখন খুবই দৃশ্যমান। তাই দলের জাতীয় সম্মেলনে যোগদানকারি বিদেশী নেতৃবৃন্দ বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের মনে রাখতে হবে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হয়েছে বিশ্বের দরবারে মাথা উঁচু করে রাখার জন্য।’
গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের নতুন সভাপতিমন্ডলী গঠিত হয়।
উল্লেখ্য, সম্মেলনের পরপরই ১৯ সদস্যের সভাপতিমন্ডলীর মধ্যে ১৬ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।
সভাপতিমন্ডলীর সদস্য- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নূরুল ইসলাম নাহিদ, ড. আবদুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন, পিযুষ কান্তি ভট্টাচার্য এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে অংশগ্রহণ করেন।