খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ : জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা লাইন অব কন্ট্রোলের কাছে সন্ত্রাসী হামলায় এক ভারতীয় সৈন্য নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় এ ঘটনা ঘটে।
এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসীও নিহত হয়েছে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার আগে ওই সেনার দেহ বিচ্ছিন্ন করে গেছে। খবর দ্য হিন্দু ও এনডিটিভির।
ভারতীয় সেনাবাহিনী ওই ঘটনার পাল্টা জবাব দেয়ার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘এ ঘটনার যথাযথ জবাব দেয়া হবে।’
এদিকে ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাল্টা হামলায় এক সন্ত্রাসীও নিহত হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, লাইন অব কন্ট্রোলের কাছে সন্ধ্যায় অতর্কিত হামলায় এক সেনা শহীদ ও এক সন্ত্রাসী নিহত হয়েছে। সন্ত্রাসীরা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ফিরে যাওয়ার আগে জওয়ানের দেহ বিচ্ছিন্ন করে গেছে।’
ভারতের সীমান্ত বাহিনী বিএসএফের দাবি, জম্মু ও কাশ্মীর সীমান্তে চালানো গুলিতে ১৫ পাকিস্তানি সেনা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ভারতীয় সেনা হত্যার এ ঘটনা ঘটল।
এর এক সপ্তাহ আগে আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছিল বলে দাবি করে বিএসএফ। যদিও সব অভিযোগই অস্বীকার করেছে পাকিস্তান।
ভারতের দাবি, বৃহস্পতিবার দিনভর এবং শুক্রবার সকালে রাজৌরি, সামবা, আবদুল্লিয়া, আরএস পুরা এবং সুচিতাগগে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি লংঘন করেছে।
এতে করে বিগত পাঁচ দিনে পাকিস্তানি বাহিনীর গুলিতে তিন বিএসএফ জওয়ান নিহত হয়েছে।