খোলা বাজার২৪, রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ : বাংলাদেশ-ইংল্যান্ড ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে।মিরপুরে প্রথম ইনিংসে ২৪ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ শনিবার দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তোলে ৩ উইকেটে ১৫২। প্রথম ইনিংসের ঘাটতি কাটিয়ে তখন বাংলাদেশ এগিয়ে ১২৮ রানে।
সেখান থেকে রোববার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেছে স্বাগতিকরা।
আগের দিনের শেষ বলে অযাচিত শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। দিন শেষে ৫৯ রানে অপরাজিত থাকা ইমরুল কায়েসের সঙ্গে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছেন সাকিব আল হাসান।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২২০ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস : ৬৩.৫ ওভারে ২২০ (তামিম ১০৪, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০; মঈন ৫/৫৭, ওকস ৩/৩০, স্টোকস ২/১৩ )।
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৮১.৩ ওভারে ২৪৪ (রুট ৫৬, ওকস ৪৬, রশিদ ৪৪*; মিরাজ ৬/৮২, তাইজুল ৩/৬৫, সাকিব ১/৪১)।