Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বীরগঞ্জে আ’লীগ সভাপতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ খোলা বাজার২৪, শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ : বীরগঞ্জে এমপি মনোরঞ্জন শীল গোপাল সম্পর্কে অপপ্রচার করায় আ’লীগ সভাপতি জাকার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
তথ্য বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে জনমনে ক্ষোভের সৃষ্টি, মিথ্যাচারের মাধ্যমে দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে তথা বাংলাদেশ আওয়ামীলীগের ভাবমুর্তি ক্ষুন্ন করে পত্রিকায় উস্কানী মূলক বক্তব্য দেয়ার কারণে বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা’র প্রতি ধিক্কার ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গত শনিবার বিকেলে মাটিয়াকুড়া হাই স্কুলে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মো: তাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নিন্দা ও প্রতিবাদ সমাবেশে বক্তাগন বলেন সাধুর বেশে কিছু শয়তান দলে অংশ নিয়ে মূল্যবান পদ দখল করেছে তাদের অন্যতম, আলহাজ্ব “জাকারিয়া, জাকা”।

বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম জাতীয় কাউন্সিলটি সমগ্র বিশ্ববাসী সজাগ দৃষ্টিতে নিখুঁতভাবে তাকিয়ে উপভোগ করছে, যা দেশের প্রতিটি মানুষ এমন কি অবুঝ শিশুরাও জানে কিন্তু ঐ মহতি অনুষ্ঠানে মিথ্যা উক্তি মূলে বানানো কল্পকাহিনী দ্বারা দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাটি ও মানুষের পরীক্ষীত নেতা, আমাদের এলাকার উন্নয়নের কান্ডারী, সরকার দলীয় তিন তিনবারের সফল মাননীয় এমপি মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত, ষড়যন্ত্রমূলক বক্তব্য দেয়ার ইচ্ছা প্রশন করে সময়ের আগেই সুযোগ চেয়ে পত্রিকায় অপপ্রচার করেছেন। ইহা সম্পুর্ন নির্বোধ ও কান্ডজ্ঞানহীন, নিজের কোন দুরভিসন্ধি, হীনচেষ্টা হাসিলের অপপ্রয়াস বলে প্রতিবাদকারীরা মনে করেন, বক্তব্যটি দলের কোন দায়িত্বশীল ব্যাক্তির হতে পারে না, এটি তার নিজের মনগড়া বক্তব্য।

আলহাজ্ব জাকারিয়া জাকা’র দেয়া তথ্য মতে গত ২২ সেপ্টেম্বর’১৬ তারিখের দৈনিক যুগান্তর পত্রিকায় আমাদের প্রিয় নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আস্থাভাজন এবং তাঁর আদর্শের রাজনীতিবিদ, তাঁরই দিক নিদের্শনায় চলমাল এমপি মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে অপপ্রচার মায়ের কাছে মাসির গল্প। তার এমন বক্তব্য বাংলাদেশ আওয়ামীলীগ ও বর্তমান সরকারকে কুলোষিত করেছে। তাই আমরা অত্র অঞ্চলের তৃর্ণ মুলের আওয়ামীলীগের ক্ষুদ্র সৈনিকেরা মনে করি দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভাল। মিথ্যা অপবাদ দিয়ে একজন সদালাপি, মিষ্টিভাষী, সৎ, যোগ্য, মেহনতি মানুষের প্রকৃত নেতাকে এভাবে কুলোষিত করার অপপ্রয়াস আমাদেরকে ব্যথিত করেছে। পক্ষান্তরে পত্রিকায় মিথ্যা তথ্য দাতা আলহাজ্ব জাকারিয়া জাকা একজন অহংকারী, বদ মেজাজি, নেতাকর্মি ও জনগনের সাথে সব সময় অসৌজন্য আচরণ করে থাকেন। আমরা মর্মাহত, আমরা লজ্জিত, আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী।

আমরা দৃঢ়তার সাথে জোর গলায় স্বচোক্ষে দেখে বলছি, স্বাধীনতার ৪৬ বছরে দিনাজপুর-১ আসনে বেশ কয়েক জন মাননীয় এমপি দায়িত্ব পালন করেছেন। মনোরঞ্জন শীল গোপাল এমপি’র সময়কালের উন্নয়নের সাথে বিগত বছর গুলোর অতিক্রান্ত মাননীয় এমপি মহোদয়গনের উন্নয়নকে তুলনা করলে দেখা যাবে ৩৯ বছরের উন্নয়নের চেয়ে ৭ বছরে তার বহুগুন বেশী উন্নয়ন সাধিত হয়েছে। বিগত দিনের অনিয়ম-দূর্নীতি বন্ধ করে সকল প্রকার সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানকে নিয়মের মধ্যে আনা হয়েছে। ফলে স্থানীয় একটি মহল বৃটিশ বেনিয়াদের মত হতাশ হয়ে যত্রতত্র ছুটাছুটি শুরু করেছে। আলহাজ্ব জাকারিয়া জাকা তারই অংশ বিশেষ বলেও আমরা মনে করি। আমরা বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা কে অবিলম্বে তার ঐ বক্তব্য প্রত্যাহার করে নেয়ার দাবী জানাই অন্যথায় ঘর শত্রু বিভিষন হিসেবে তাকে চিহ্নিত করে দলের হাই কমান্ডকে জরুরীভাবে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

সমাবেশে এলাকার গন্যমান্য ব্যাক্তিরা অংশ নেন। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামেলীগ সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান সাজু, প্রচার সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ জুয়েল চৌধুরী, ওয়ার্ড আওয়ামেলীগ সভাপতি মোজাম্মেল হক, খায়রুল ইসলাম, আমিনুল ইসলাম-১, আমিনুল ইসলাম-২. সিফাতুল্লাহ্, রতন চন্দ্র রায়, ডা. ওবাইদুল হক, আব্দুল্লাহ ও মতিয়ার রহমান. ওয়ার্ড আওয়ামেলীগ সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, রফিকুল ইসলাম, ফারুক হোসেন, ইউসুফ আলী, নিজাম উদ্দিন, আব্দুল হামিদ ইউপি মেম্বার, মধাব চন্দ্র রায়, মনোরঞ্জন বর্ম্মন ও শরিফুল ইসলাম, যুবলীগ সভাপতি আ: আজিজ, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামেলীগ সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়া।