Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

58খোলা বাজার২৪, রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ :
মুন্সিগঞ্জ ; গোসল সেরে বাড়ী য্ওায়া হলনা শিশু নাজমুল (৬) এর। মায়ের হাতে ভাত খাওযা আর তার ভাগ্যে হলনা। দ্রুতগতির ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে মরতে হলো তাকে।দশ টাকা দিয়ে কেনা লাঠিমটাও ঘুড়াতে পারলোনা নাজমুল।
রবিবার সকাল ১১ টায় শহরের উপকন্ঠ মুক্তারপুরের বাগবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনায় স্থানীয়দের সহযোগীতায় ঘাতক ইজি বাইকটি আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টায় ধলেশ্বরী নদী থেকে গোসল শেষে শিশু নাজমুল হোসেন রাস্তার পার হবার সময় পিছন দিক থেকে ব্যাটারি চালিত একটি ইজি বাইক নিয়ন্ত্রন হারিয়ে চাপা দিলে তার ঘাড় থেতলে গরুতর আহত হলে তাকে দ্রুত সদর হাসপাতালে আনা হলে কত্যর্বরত ডা তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ইজি বাইকটি আটক করা হলেও চালকে আটক করা সম্ভব হয়নি। নিহত শিশু নাজমুল হোসেন ভোলা জেলার কবির হোসেনের ছেলে । তারা মুক্তারপুরের গোশাইবাগ এলাকায় ভাড়া থাকতেন। পেশায় কবির একজন দিনমজুর।তার একছেলে এক মেয়ের মধ্যে নাজমুল ছোট। সন্তান হারিয়ে বাবা বাকরুদ্ব আর মা অচেতন হয়ে পড়ে আছে।মা আমি ভাত খাব বলে সে বের হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজ বলেন, এ ঘটনায় ঘাতক ইজিবাইকটি আটক করা হয়েছে । চালককে আটকের চেষ্টা চলছে। শিশুটির লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।তবে অন্য একটি সূত্র জানায় ভীনশেী আর দরিদ্র বিধায় ন্যায় বিচার না পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।