খোলা বাজার২৪, রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ :
সময় টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিমের একমাত্র মেয়ে রওনক জাহান রাফা (১৭) আর নেই। রোববার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। রাফা পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী। দীর্ঘদিন ধরে সে লিকুমিয়া নামক একটি জটিল রোগে ভুগছিল। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরই পঞ্চগড়ে কর্মরত সংবাদকর্মীরা ছুটে যান আব্দুর রহিমের কামাতপাড়াস্থ বাসভবনে। তার অকাল মৃত্যুর খবরে তার সহপাঠিরাও শেষবারের মত এক নজর দেখার জন্য ভিড় করে কামাতপাড়ার বাসায়। গতকাল রাত ১০টায় পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানে নামাজে জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়।
তার মৃত্যুতে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, জেলা জাপার (এরশাদ) সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।