Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: টেলিযোগাযোগ আইন লঙ্ঘন করে ‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ায় মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনকে ৩০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার বিটিআরসির চেয়ারম্যান শাজাহান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রামীণফোন আইন লঙ্গন করে দুই বছর যাবৎ ‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে। হিসাব করে দেখা গেছে, এ সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩০ কোটি টাকা আয় করেছে। যার কারণে তাদের এ পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।
রোববার বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।
‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাকে অবৈধ ঘোষণার কারণ হিসেবে বিটিআরসির পক্ষ থেকে বলা হচ্ছে, টেলিযোগাযোগ আইন অনুযায়ী কোনো মোবাইলফোন অপারেটর সরাসরি তাদের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এ ধরনের ‘লাস্ট মাইল কানেকটিভিটি’সেবা দিতে পারে না। লাস্ট মাইল কানেকটিভিটি হলো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটের সর্বশেষ পর্যায়ের সংযোগ।