খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: ফৌজদারী বিবিধ (ক্রিমিনাল মিস্) ও ফৌজদারী রিভিশন (ক্রিমিনাল রিভিশন) মামলা ফাইলিং এর সময় টেন্ডার নম্বর উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে।
মামলা সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে প্রধান বিচারপতি এ নির্দেশ প্রদান করেছেন বলে হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে ফৌজদারী বিবিধ (ক্রিমিনাল মিস্) ও ফৌজদারী রিভিশন (ক্রিমিনাল রিভিশন) মামলায় সরকার বা প্রতিপক্ষের প্রতি প্রেরিত নোটিশে টেন্ডার ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকে না। ফলে মামলা কোন কোর্টে শুনানি হবে তা প্রতিপক্ষ অবহিত হতে পারে না এবং মামলায় শুনানিতেও অংশ নিতে পারে না।
টেন্ডার ও বেঞ্চ নম্বর উল্লেখ না থাকায় নানা অনিয়ম হচ্ছে। ক্রম অনুযায়ি মামলা শুনানি না করে নানা অনিয়মে মামলা শুনানির জন্য কার্যতালিকাভুক্ত করা হয়। ফলে গরিব বিচারপ্রার্থীরা ক্ষতিগস্ত হয়। এ বিষয়ে গত ২৭ অক্টোবর বেঞ্চ রিডার, অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের উদ্দেশ্যে দেয়া প্রধান বিচারপতি তার অভিভাষণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
দূর্নীতি ও অনিয়ম রোধে এবং মামলা সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।