খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা’ সংশোধন করে ২০টির পরিবর্তে ১২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আগে ১০ ব্যক্তি ও ১০ কোম্পানিকে ট্যাক্স কার্ড প্রদান করা হতো। নীতিমালা সংশোধনের ফলে ৬৪ ব্যক্তি, ৫০ কোম্পানি ও অন্যান্য ১১টি ক্ষেত্রে ট্যাক্স কার্ড প্রদান করা হবে।
ট্যাক্স কার্ডধারীরা জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত হবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।