
সোমবার রাজধাণীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন,গতকাল রাত থেকেই ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স ভর্তি করে রেখেছে।বাকীগুলো সকাল নয়টার মধ্য দখল করে সিল মেরেছে প্রকাশ্য। এ সময়ে আইনশৃঙ্খলা বাহিণী নিরব থেকেছেন। তারা কোন কার্যকর ভূমিকা নেননি।
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। স্বাধীন প্রতিষ্ঠানের কথা ভুলে গিয়ে তারা সরকারের চাকরী করছেন বলে মনে হচ্ছে। এই রকিব উদ্দিন কমিশন ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। এ রকম গৃহপালিত,মেরুদন্ডহীন নির্বাচন কমিশন আগে কখনও হয়নি। তাই আমরা বারবার বলে আসছি সকল দলের মতামত নিয়ে সৎ, যোগ্য এবং জনগণের ভোটের অধিকার রক্ষা করতে পারবে এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, বরিশাল, পটুয়াখালী, গলাচিপা, নরসিংদী, মানিকগঞ্জ, যশোর,পিরোজপুর ,নাটোর এলাকার ইউপি নির্বাচনে সরকারী দল দখল করে ব্যাপক অনিয়ম, কারচুপি, বিএনপি প্রার্থী ও সমার্থকদের উপর হামলা করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ,সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।