Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬:

পঞ্চগড়ের ৩ টি উপজেলার বিলুপ্ত ছিটমহলযুক্ত ৮ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪ পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে এখন চলছে গননা।
এবার বিলুপ্ত ছিটমহলের নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় জীবনে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তিন উপজেলার বিলুপ্ত ছিটমহল সংযুক্ত ৮ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন এবং সদস্য পদে ৩২৬ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করছেন।
সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স নজরদারী করছেন।
জেলার ৩টি উপজেলার বিলুপ্ত ছিটমহল যুক্ত ৮ টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা প্রায় দেড় লক্ষ। এর মধ্যে ৩৬ টি বিলুপ্ত ছিটমহল থেকে নতুন করে ৮ হাজার ৯৩৫ জন ভোটার সংযুক্ত হয়েছেন। ৮ টি ইউনিয়নে মোট ৭২ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে।