Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্টগার্ড বাংলাদেশর উপকুলীয় অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বহিঃনোঙ্গরের মত গুরুত¦পূর্ন এলাকায় সর্বদা নিরাপত্তা প্রদান এবং আইন শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়জিত। গভীর সমুদ্রে কোস্টগার্ডের দ্বায়িত্ব পালনে শক্তিশালী করা হচ্ছে কোস্টগার্ডের নৌ বহর।
বাংলাদেশর উপকুলীয় জলসীমায় অতন্দ্র প্রহরী কোস্টগার্ড এর যাত্রা শুরু হয় ১৯৯৫ সালের ১৪ ফেব্রয়ারি। তারই ধারাবাহিকতায় ইতালি হতে ক্রয়কৃত জাতীয় ০৪ (চার) নেতার নামে নামকরণকৃত ০৪ (চার) টি জাহাজের (ফ্রিগেড) মধ্যে (সিজিএস তাজউদ্দিন ও সিজিএস সৈয়দ নজরুল) জাহাজ দুটি আগামী ০২ নভেম্বর ২০১৬ তারিখে সকাল ১০ ঘটিকায় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ১৫ নং ঘাট সংলগ্ন কোস্ট গার্ড বার্থ পতেঙ্গায় পৌছাবে বলে জানান পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম ,(সি),বিসিজিএম,বিসিজিএমএস,পিএসসি,বিএন।