খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬:
“বাংলাদেশের বিভিন্ন বাজার সুযোগ-সুবিধা অনুসন্ধানের মাধ্যমে কুয়েত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পোর্কন্নয়ন আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে।” স¤প্রতি দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বাণিজ্য প্রতিনিধিদলের সাথে মতবিনিময়কালে কুয়েতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ইউসেফ মোহাম্মদ আল আলী উপরোক্ত মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালকবৃন্দ মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), হাবিব মহিউদ্দিন, অঞ্জন শেখর দাস, মোঃ রকিবুর রহমান, মোহাম্মদ জাহেদুল হক, কুয়েতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার এস এম আবুল কালাম, মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারী খালেদ জাসেম আল-শামালি এবং চেম্বার সদস্য কাজী মোঃ মিজানুর রহমান।
মতবিনিময়কালে কুয়েতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সফররত বাণিজ্য প্রতিনিধিদলকে স্বাগতঃ জানিয়ে উভয় দেশের অর্থনৈতিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আন্ডার সেক্রেটারী খালেদ জাসেম আল-শামালি বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অগ্রগতিকে বিস্ময়কর উল্লেখ করে বলেন-বাংলাদেশ হতে পারে কুয়েতী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিনিয়োগের উপর্যুক্ত স্থান। তিনি বেসরকারী খাতের বিকাশে উভয় দেশের বেসরকারী খাতকে অধিকতর ঘনিষ্ঠভাবে কাজ করার উপরও গুরুত্বারোপ করেন।
দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম কুয়েতকে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম বন্ধুরাষ্ট্র উল্লেখ বলেন-চিটাগাং চেম্বার বাণিজ্য প্রতিনিধিদলের এ সফরের মাধ্যমে সরকারী ও বেসরকারী পর্যায়ে নতুন মেলবন্ধন রচিত হবে। তিনি বাংলাদেশে প্রস্তাবিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিশেষ করে চট্টগ্রামের মিরশরাই ও আনোয়ারার প্রসংগ উল্লেখ করে তাতে একক বা যৌথ কুয়েতী বিনিয়োগ প্রত্যাশা করেন। মাহবুবুল আলম উভয় দেশের মধ্যে নিয়মিত বাণিজ্য প্রতিনিধিদল ও তথ্য আদান প্রদানের গুরুত্বারোপ করেন এবং চট্টগ্রামে কুয়েতী বিনিয়োগে অত্র চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সহ-সভাপতি, সার্ক চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট, কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (সিইসিসিআই)’র সহ-সভাপতি এবং মালির কনসাল জেনারেল (দায়িত্বপ্রাপ্ত) মাহবুবুল আলম’র নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট এক বাণিজ্য প্রতিনিধিদল গত ২৩-২৬ অক্টোবর ২০১৬ ইং কুয়েত সফর করেন।