Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

picture-lokmanখোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: নরসিংদী থেকে তোফাজ্জলঃ হোসেন  ১ নভেম্বর, মঙ্গলবার নরসিংদী পৌরসভার প্রয়াত মেয়র জনবন্ধু লোকমান হোসেনের ৫ম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন ৫দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে।
প্রথম দিন ১ নভেম্বর, মঙ্গলবার সকালে পৌর কবরস্থানে জনবন্ধুর সমাধি সৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন, মিলাদ, দোয়া ও গণভোজ। দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে লোকমান স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, মিলাদ, দোয়া ও গণভোজ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় মিলাদ মাহফিল, দোয়া ও গণভোজের আয়োজন। মসজিদ-মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনা। লোকমান হোসেনের কর্মময় জীবনের ভিডিও চিত্র প্রদর্শনী।
দ্বিতীয় দিন ২ নভেম্বর, বুধবার জনবন্ধু লোকমান হোসেনের খুনীদের বিচারের দাবীতে নরসিংদী জেলখানা মোড় হতে শিক্ষাচত্বর পর্যন্ত মানববন্ধন।
তৃতীয় দিন ৩ নভেম্বর, বৃহস্পতিবার নরসিংদী পৌরসভা মিলনায়তনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান।
চতুর্থ দিন ৪ নভেম্বর, শুক্রবার মাধবদী হাইস্কুল প্রাঙ্গনে মিলাদ মাহফিল, দোয়া ও গণভোজ। লোকমান হোসেনকে নিয়ে লেখা তরুণ কবি শাহ আলমের কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কবিতার আবৃত্তি অনুষ্ঠান ‘তোমার মৃত্যু আমাদের অপরাধী করে দিয়েছে’।
পঞ্চম দিন ৫ নভেম্বর, শনিবার লোকমান হোসেন স্মরণে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে নরসিংদী পৌরসভার মেয়র, প্রয়াত লোকমান হোসেনের ছোট ভাই ও জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন নিহত হন।