Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

64খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬:
২০ থেকে বাড়িয়ে ১২৫টি করে জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর ফলে জাতীয় ট্যাক্স কার্ডের বিতরণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ গুণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে সচিবালযে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আগের নীতিমালায় করদাতার মধ্যে ব্যক্তি পর্যায়ে ১০ আর কোম্পানি পর্যায়ে ১০ মোট ২০টি কার্ড দেওয়া হতো। ২০১০ এর নীতিমালা সংশোধন করে এখন ব্যক্তি পর্যায়ে ৬৪ আর কোম্পানি পর্যায়ে ৫০ ও অন্যান্য পর্যায়ে ১১টিসহ মোট ১২৫টি কার্ড দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আজ মন্ত্রিসভায় তা অনুমোদন দেওয়া হয়েছে।