Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

65খোলা বাজার২৪, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬: যেমন বাবা তেমন মেয়ে। বাবার পথেই হাটলেন সাকিব আল হাসান কন্যা আলায়না হাসান অউব্রে। বেন স্টোকসকে আউট করার পর পর তাকে স্যালুট দিয়ে বিদায় জানান। এরপর থেকেই যেন সারা দেশে ছড়িয়ে পরে এই অদ্ভুত উদযাপন। এবার বাবার মতোই স্যালুট দিলেন সাকিব কন্যাও।

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ে অউব্রের এক ছবি পোস্ট করেছেন। ছবিতে ঠিক বাবার মতোই স্যালুট করেছে সেও। ছবির ক্যাপশনে শিশির লিখেছেন ‘যেমন বাবা, তেমন মেয়ে।’
ঢাকা টেস্টের তৃতীয় দিন যে বলে সাকিব এই কান্ড করলেন ঠিক এর আগের বলটাতেই সাকিবের বলে চার হাঁকিয়েছিলেন স্টোকস। আর এর ঠিক পরের বলটাতেই সরাসরি বোল্ড হয়ে গেলেন স্টোকস। ৪৩ তম ওভারের তিন নম্বর বলের ঘটনা। এরপরেই সাকিবের ওই রকম বিস্ফোরক উদযাপন দেখলো মিরপুর। বোল্ড হওয়ার সঙ্গে সঙ্গে কপালে হাত তুলে সটান দাঁড়িয়ে গেলেন স্টোকসের সামনে।