খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬: কুড়িগ্রামের ৬টি ইউনিয়নের মধ্যে জাতীয় পার্টি প্রার্থী ২টি, আ’লীগ ও বিএনপি ১টি করে চেয়ারম্যান পদে বিজয়ী হয়। এছাড়া অপর ২টি ইউনিয়নে আ’লীগ ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়।
বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ভুরুঙ্গামারী সদর ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান রোজেন। তার প্রাপ্ত ভোট ১২ হাজার ৩১৭। শিলখুড়ি ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসমাঈল হোসেন প্রাপ্ত ভোট ৫ হাজার ৩৫০ ও পাথরডুবি ইউনিয়নে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ৪ হাজার ৭২। অপরদিকে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নে বিজয়ী আওয়ামীলীগের হারুন অর রশিদ হারুন। তার প্রাপ্ত ভোট ১৪ হাজার ১টি, ভাঙ্গামোড় ইউনিয়নে বিজয়ী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান বাবু। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৮০৫ এবং কাশিপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির গোলজার হোসেন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৬৪৩।
জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বেসরকারিভাবে এ ফলাফল নিশ্চিত করেন।