Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

UP_nirbachon8খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬: বিছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে পৌনে ৪০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনিয়মের কারণে স্থগিত কেন্দ্র, শূন্য পদে উপনির্বাচন এবং সমভোটপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে পুনর্ভোট, বিলুপ্ত ছিটমহল মিলিয়ে এই ইউপিগুলোতে বিভিন্ন পদে ভোট হয়। এগুলোর মধ্যে অর্ধশতাধিক ইউপিতে সাধারণ নির্বাচন হয়। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা এই ভোটগ্রহণ চলে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত মার্চ-জুনে শেষ হওয়া ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের পর এই ভোটগ্রহণ চলছে।

ইসি সূত্রে জানা যায়, ছয়টি ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার সময় সাড়ে ৩০০ স্থগিত কেন্দ্রের ২০২টি ইউপি, সমভোটপ্রাপ্ত প্রার্থীদের ৬৫টি ইউপি, মামলা ও বিভিন্ন কারণে স্থগিত ৩০টি ইউপি, আগে তফসিল করে বাদ দেওয়া ২৭টি ইউপি এবং বিভিন্ন সময়ে ৬৯টির শূন্য পদে নির্বাচনের জন্য গতকাল সোমবার দিন রাখে কমিশন। পরে আদালতের আদেশ ও নানা জটিলতায় এ তালিকা থেকেও এক ডজনের বেশি ইউপি বাদ পড়ে।

এবারের ইউপি নির্বাচনে ভিন্নমাত্রা যোগ করেছে বিলুপ্ত ছিটমহলের ভোট। ৬৮ বছরের বন্দিদশা থেকে মুক্ত সদ্য নাগরিকত্ব পাওয়া বিলুপ্ত ছিটমহলের লোকজন এ নির্বাচনে ভোটার হওয়ায় যোগ হয়েছে নতুন মাত্রা। ভারত ও বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতার স্বাদ পাননি দেশভাগের সময় উভয় দেশেই থেকে যাওয়া ছিটমহল ও ছিটমহলের বাসিন্দারা। অবশেষে বহু প্রতীক্ষিত বাংলাদেশ-ভারতের সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে ছিটমহলবাসীদের ৬৮ বছরের বঞ্চনার অবসান হয়।

বাংলাদেশের ৫১টির বিনিময়ে ভূ-খণ্ডের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহলের বাসিন্দারা পায় এ দেশের নাগরিকত্ব। পঞ্চগড়ের তিনটি উপজেলার সদ্য বিলুপ্ত ছিটমহলযুক্ত আটটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয় গতকাল সোমবার সকালে। সকাল থেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ ভোটগ্রহণ চলে। নতুন বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া ছিটমহলবাসী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেন। বিলুপ্ত ছিটমহলের নাগরিকদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা জীবনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন। সরেজমিনে দেখা গেছে, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স নজরদারি করে। তিন উপজেলার বিলুপ্ত ছিটমহলের পাশের আটটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন এবং সদস্য পদে ৩২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমবারের মতো ভোট দেওয়ার আনন্দে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে বিলুপ্ত বিভিন্ন ছিটমহলের বাসিন্দার মধ্যে। খুব আনন্দ, খুব খুশি- এমন অনুভূতিই ব্যক্ত করেছেন জীবনে প্রথম ভোটদানকারী বিলুপ্ত ছিটবাসী।

এদিকে যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে উপনির্বাচনে ভোটগ্রহণের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে দেশের অন্যান্য স্থানের মতো ইউনিয়নের রানিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টাহামলা হয়। এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়। তাঁদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে আহতরা হলেন অবনী তরফদার, কৃষ্ণ ম-ল ও নরহরি ম-ল। এ ছাড়া আরো তিনজনকে গণপিটুনি দেওয়া হয়। রানিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ছুরিকাঘাতে তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩১ আগস্ট পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমের মরদেহ যশোর শহরের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। ফলে এ ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য হয়। নির্বাচন কমিশন এখানে উপপনির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওবায়দুল ইসলাম। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন শাহীন রেজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নৌকা প্রতীকের কয়েকজন সমর্থক রানিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে গিয়ে গোলযোগ সৃষ্টির চেষ্টা করেন। এ সময় আনারস প্রতীকের সমর্থকরা তাঁদের বাধা দেয়। একপর্যায়ে তিনজন ছুরিকাঘাতে আহত হন। খবর পেয়ে আনারস প্রতীকের সমর্থকরা নৌকা প্রতীকের সমর্থকদের ধাওয়া দেয়। তখন তারা পাশের গ্রামের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে সেখানে এলাকাবাসী তিনজনকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে গণপিটুনির শিকার তিনজনকে উদ্ধার করে নিয়ে আসে। তবে ওই তিনজনের নাম জানা যায়নি।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় নান অপ্রীতিকর ঘঁনার খবর জানিয়েছেন প্রতিনিধিরা-
গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আহমেদুল কবির রাঙ্গা ভোট বর্জন করেছেন। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহমেদুল কবির রাঙ্গা উল্লেখ করেন, ভোট শুরুর পর জামায়াত-শিবির কর্তৃক ইউনিয়নের একমাত্র কেন্দ্র হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে নেয়।

এছাড়া ভোটে কারচুপি ও নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জালভোট দেওয়ার সময় সুরুজ আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের উজান তেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। সুরুজ আলী সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচন সমন্বয়কারী হাবিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন সমর্থক আহত হন। পরে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামারদহ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শরিফুল ইসলাম রতনের (নৌকা) সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর হাসান তৌফিকের (মোটরসাইকেল) সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আশিফুজ্জামান জানান, ফাঁকা গুলি ছুঁড়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।

দিনাজপুর: দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত থাকা একটি কেন্দ্রের পুনঃনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ১৬ জন আটক হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের একমাত্র কেন্দ্র কইপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি। ওই কেন্দ্রের নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন। গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় নির্বাচন স্থগিত করা হয়। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৮৫ জন।

ফেনী: ফেনীর ফুলগাজীর মুন্সীরহাট ও আমজাদহাট ইউনিয়নে অনিয়ম দুর্নীতির অভিযোগে ভোট বর্জন করেছেন বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু আহমেদ বাবু ও আমজাদহাট ইউনিয়নের জাসদ ইনু সমর্থিত মসাল প্রতীকের প্রার্থী গোলাম জাব্বার পল্টু। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন ধানের শীষের প্রার্থী আবু আহমেদ বাবু। তিনি জানান, সকাল থেকেই সরকার দলীয় লোকজন কেন্দ্র দখল করে রেখেছেন, ভোটাররা কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না। অপরদিকে, সকাল ১১টার দিকে আমজাদহাট ইউনিয়নের জাসদ ইনু সমর্থিত মসাল প্রতীকের প্রার্থী গোলাম জাব্বার পল্টু একই অভিযোগে ভোট বর্জন করেন। দুইজনেই এ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের তফসিল দাবি করেন।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট মেজবাহ উদ্দিনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে ভোট চলাকালে দারুল উলুম মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক মেজবাহ চর মার্টিন গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। প্রিজাইডিং অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল মারার সময় তাকে হাতে-নাতে আটক করা হয়। এদিকে, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম হাওলাদার (কাসেম মাস্টার) ভোট বর্জন করেছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, সরকার দলীয় লোকজন এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে সব কেন্দ্র দখল করে নেয়। এদিকে, সাতক্ষীরার দেবহাটায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি কেন্দ্রে টাকা দিয়ে ভোট কেনার সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ও দুই কর্মীকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার খেজুরবাড়িয়া ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস থেকে ভোট কেনার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান এবং কর্মী মিন্নু ও আব্দুল কাদেরকে ৫০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, বিজিবি সদস্যদের বিরুদ্ধে দলীয় কর্মীদের মারধরের অভিযোগ এনে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী স ম গোলাম মোরশেদ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বেলা ১১টা ২০ মিনিটে কেরালকাতা বালিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাপস কুমার দাস ও সংবাদ কর্মীদের সামনে বিজিবি সদস্যদের বিরুদ্ধে কর্মীদের মারধরের অভিযোগ তুলে এ ঘোষণা দেন তিনি। দেবহাটার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মহিউদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। অন্যদিকে, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ও চর মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত পৃথক সংবাদ সম্মেলন করে প্রার্থীরা ভোট বর্জন করেন।

তারা হলেন- চর লরেন্স ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোসলেহ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মাস্টার আবুল কাসেম হওলাদার, চর মার্টিন ইউনিয়নের বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলী আহাম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মুসলিম উদ্দিন নূরী ও স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। প্রার্থীরা বলেন, দুপুরে সরকার দলীয় লোকজন কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেন। এতে প্রার্থীরা নিজেরাই নিজের ভোট দিতে পারেনি।

এছাড়াও প্রার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। যে কারণে আমরা ভোট বর্জন করেছি। চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য প্রার্থীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১টার দিকে পূর্ব চর লরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- সদস্য প্রার্থী আজাদ উদ্দিন, তার স্ত্রী সুপারা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী নয়ন আক্তার, তার স্বামী আবু তাহের ও অপর সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মরিয়ম আক্তারের ছেলে মারুফ হোসেন। প্রিজাইডিং অফিসার মো. মোস্তফা জানান, কেন্দ্রের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের আটক করা হয়েছে।

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তারা। ইউনিয়ন তিনটি হলো, চরপাকের দহ, বালিঝুরি ও জোরখালী।

খুলনা: খুলনায় জাল ভোটের দায়ে লুৎফার মল্লিক (৩৬) নামে একজনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টায় দিঘলিয়া উপজেলার ৬ নম্বর যোগীপোল ইউনিয়নের স্থগিত ফুলবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। ভুয়া পরিচয়পত্র নিয়ে ভোট দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় লুৎফার মল্লিককে বিনাশ্রম ১ মাসের কারাদ- দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।

তিনি বলেন, ভুয়া পরিচয়পত্র নিয়ে লুৎফার মল্লিক ভোট দিতে এসেছিলেন। ভোটকেন্দ্রে প্রবেশের পর তাকে হাতেনাতে ধরে একমাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যোগীপোল ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের দু’টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা প্রায় ৩৪শ’। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজনে প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট ও প্রতিটি কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর এবং পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।

এছাড়া স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। এই ইউনিয়নের পূর্ব ঘোষিত ৭টি ওয়ার্ডের প্রাপ্ত ভোটে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মীর কায়সেদ আলীর থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শেখ আনিছুর রহমান প্রায় দুই হাজার ভোটে ব্যবধানে এগিয়ে রয়েছেন। সোমবারের নির্বাচনে তিনি প্রায় নিশ্চিত চেয়ারম্যান হতে যাচ্ছে এমনটাই মনে করছেন এলাকাবাসী।
সাভার: ঢাকার সাভার উপজেলার সদর ইউনিয়নে জাল ভোট ও নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা। গতকাল সোমবার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষনা দেন। নির্বাচন কমিশনকে পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

বিএনপির চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, সীমানা জটিলতার কারণে সাভার সদর ইউনিয়নের নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়। সীমানা জটিলতা নিরসন না করেই নির্বাচন কমিশন তরিঘরি করে আবার এই ইউপিতে নির্বাচন দেয়। এছাড়াও তার ইউনিয়ন এলাকায় কোনো রকম ব্যানার ফেষ্টুন লাগানো বা কোনো প্রকার প্রচার চালাতে দেয়ানি আওয়ামী লীগের প্রার্থী সোহেল রানার কর্মীরা। এমনকি পুলিশ দিয়ে হয়রানী করে তাকে বাড়ি ছাড়াও করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়াও ভোটগ্রহণ শুরুর আগেই আওয়ামী লীগ প্রার্থী বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সীল মেরে রেখেছে গতকাল সোমবার সকালে কেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ করা হয়। এমনকি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও তার নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে জাল ভোট দেয়ার অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন বলে সাংবাদিকদের জানানো হয়।