Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ijtemaখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:  মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ টঙ্গীর বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও আগামী ২ ডিসেম্বর থেকে তুরাগ নদের তীরে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে। আর ৬ ডিসেম্বর দুপুরে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে চলতি বছরের পাঁচ দিনের জোড় ইজতেমার সমাপ্তি হবে। টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক
কমিটির মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইজতেমার আরেক মুরুব্বি মাওলানা মো. মামুন জানান, টঙ্গীর তুরাগতীরে পাঁচ দিনের জোড় ইজতেমায় বিগত দিনে শুধু তিন চিল্লাওয়ালা পুরোনো সাথিরা অংশগ্রহণ করবেন। পরবর্তী সময়ে তাঁরা জোড় শেষে ইসলামের দাওয়াতের কাজে বের হবেন এবং আগামী বছর ইজতেমার মূলপর্বে তাঁরা আবার একত্রে শরিক হবেন।

টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ জানুয়ারি থেকে ৫২তম বিশ্ব ইজতেমার আসর গাজীপুর মহানগরী শিল্পনগরী টঙ্গী মডেল থানার তুরাগতীরে প্রতিবছরের মতো সুবিশাল চটের শামিয়ানার নিচে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হবে। প্রথম পর্ব শেষ হওয়ার পর চার দিন একটানা বিরতি দিয়ে ২০ জানুয়ারি থেকে আবার দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে।

প্রথম পর্বের শেষ দিন ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ২২ জানুয়ারি সারা বিশ্ব মুসলিম জাহানের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আর এই আখেরি মোনাজাতে দেশি-বিদেশি মুসল্লি, তাবলিগ অনুসারী, বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশের প্রায় অর্ধকোটি মানুষ শরিক হবেন বলে আশা করছে বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি।