খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬: মহিলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসহ এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার, প্রসার আয় বৃদ্ধি ভোক্তা উদ্যোক্তাদের মাঝে পারষ্পরিক সর্ম্পক স্থাপনের লক্ষে ৫ নভেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দশম আন্তর্জাতিক উইমেন’স এসএমই এক্সপো বাংলাদেশ ২০১৬।
চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির আয়োজনে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।
এই মেলায় ছোট-বড় সাড়ে তিনশত স্টল এবং পনেরটি প্যাভিলয়ন রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে। মেলায় টিকেটের মূল্য নির্ধারন করা হয়েছে ১৫ টাকা।
এবারের মেলায় ইরান, ভারত, চায়না, থাইল্যান্ডের উদ্যোক্তরা অংশগ্রহণ করবেন।
মেলায় ৩০০টি স্টল, ১৫টি প্যাভিলিয়ন, নারী উদ্যোক্তাদের জন্য স্বল্প মূল্যে স্টল বরাদ্দের সুযোগ রাখা হয়েছে। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।টিকেটের দাম রাখা হয়েছে ১৫ টাকা। মেলায় ইরান, ভারত, চীন, থাইল্যান্ড উদ্যোক্তারা মেলায় অংশ গ্রহণের নিষয়টি নিশ্চিত করেছে।
মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ক্যাম্প, সিসিটিভি ক্যামেরা, বেসরকারি নিরাপত্তা রক্ষী, ফায়ার সার্ভিসসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করতে সাব-স্টেশন স্থাপন ও উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করা হয়েছে।