Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:  গত শনিবার সকালের কথা। আরবের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের পাশের শহর শারজাহতে এক ধনকুবের নিজের বাগানে অদ্ভুত একটি ফল দেখতে পান, যা আসলে এক ধরনের তরমুজ। আরব নিউজে প্রকাশিত খবরে জানা যায়, হলুদ রঙের দুষ্প্রাপ্য ওই তরমুজের গা জুড়ে আরবি লেখা ছিল।
শেখ তরমুজের লেখাটি পড়ে প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই ফলটি নিয়ে যায়।
এরপর লিপি বিশেষজ্ঞরা হলুদ রঙের তরমুজের লেখাটিকে প্রাচীন আরবিতে লেখা একটি হুমকিবার্তা বলে শনাক্ত করেন। তবে হুমকিটি ওই আরব শেখের উদ্দেশে ছিল না। গোটা পৃথিবীকে অভিশাপ দিয়ে লেখা হুমকি ছিল সেটি। এ ছাড়া তরমুজের লিপিটিকে অসংলগ্ন বলেও ব্যাখ্যা করে শারজাহ পুলিশ।
পুলিশ জানায়, পুরো তরমুজটিতে লেখা হয়েছে নখ দিয়ে। কারো দীর্ঘ নখে প্রাচীন আরবি লিপিতে এটি লেখা।
পুলিশের ধারণা, সমুদ্রতীরবর্তী আরব শেখের বাগানে বাইরে থেকে কেউ ওই তরমুজ ছুড়ে দিতে পারে। কারণ ব্যক্তিগত ওই বাগানে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত।
ধনকুবেরের বাগানে পাওয়া অদ্ভুত লেখাটি নিয়ে এরই মধ্যে আরবে আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে কালো জাদুকরদের কাজ বলেও ব্যাখ্যা করেছেন। আরব আমিরাতে কালো জাদুর চর্চা নিষিদ্ধ হলেও সাগরপাড়ে এই চর্চা নতুন কিছু নয় বলেও খবরে জানিয়েছে আরব নিউজ।