খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬: ১ নভেম্বর মঙ্গলবার ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘নভেম্বরের চেতনা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা এক ও অভিন্ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার সভাপতিত্বে বক্তব্য রাখেন এনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম মহাসচিব শামসুল আলম, দপ্তর সম্পাদক মোঃ মুছা, কেন্দ্রীয় নেত্রী ইসরাত জামান শর্মী, শ্রম বিষয়ক সম্পাদক এস.এম আলম হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ লোকমান হোসেন পাঠান, ঢাকা মহানগর নেতা ফখরুল ইসলাম শিপন, মোঃ আবু রায়হান, মোঃ কালামউদ্দিনসহ প্রমুখ।
সভাপতি খোন্দকার গোলাম মোর্ত্তজা তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা এক এবং অভিন্ন। যারা ৭ নভেম্বরের চেতনাকে নস্যাৎ করতে চায় মূলত তারা মহান মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতা দখল করেছিল তারা আওয়ামী লীগের একটি অংশ ছিল এবং ওই সরকারের ধারাবাহিকতায় ৩রা নভেম্বর জাতীয় চার নেতাকে জেলখানায় বন্দী অবস্থায় নৃশংসভাবে হত্যা করেছিল। এরপর থেকে দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছিল। সেই অন্ধকারাচ্ছন্ন অবস্থা ভেদ করে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশকে স্থিতিশীল করা সম্ভব হয়েছিল। সেই থেকে একটি বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল সংবাদ পত্র স্বাধীনতা পেয়েছিল। যারা ধারাবাহিকতায় আজকের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করতে পেরেছিলেন এবং প্রধানমন্ত্রীও হয়েছেন। যদিও সর্বশেষ বিনা ভোটের নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন। যারা এই ইতিহাস বিকৃত করে ৭ নভেম্বরের চেতনাকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।