সারাদেশের মত বিভাগীয় নগরী রংপুরেও নকল মুক্ত পরিবেশে কঠোর ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা ।
দিনাজপুর বোর্ডের অধীন রংপুর বিভাগের ৮ জেলায় ৩ হাজার ১শ ৫৩ টি স্কুলের ২ লাখ ২০ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ২ শ ৫০ টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় রংপুর জেলার পরীক্ষার্থী রয়েছে প্রায় ৪০ হাজার। পরীক্ষা পরিদর্শনে বোর্ড ছাড়াও ভিজিলেন্স টিম দায়িত্ব পালন করছে।