খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬: আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর সার্কিট হাউজে, বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে, খালিদ মাহমুদ চৌধুরী এমপি বাংলাদেশ আওয়ামীলীগের ৩য় বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় দিনাজপুরের সাংবাদিক বৃন্দদের সাথে মত বিনিময় সভা করেছেন।
সভায় সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে জঙ্গীবাদ মোকাবেলা করেছেন। দেশে এখন জঙ্গী নেটওয়ার্ক ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পরেছে।
১০ টাকা কেজী দরে চাল বিতরণে যে অনিয়ম হয়েছে তা স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দদের ক্ষতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন দিনাজপুরে নেতৃত্বদের মধ্যে দ্বন্দ্ব নয় বরং প্রতিযোগীতা রয়েছে। আর এই প্রতিযোগীতাদের মাধ্যমে অভিঞ্জ ও মেধাবী নেতৃত্বের বিকাশ ঘটছে।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক্কুজামান চৌধুরী মাইকেল সহ আওয়ামীলীগ নেতা আলতাফু জ্জামান, এ্যাড. আব্দুল লতিফ, আলাউদ্দীন, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি চিত্র ঘোষ ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সদস্য বৃন্দ।
এর পুর্বে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগের সভপতি আপন কবির ফিরোজ সাধারণ সম্পাদক সাহাজাহান আলী শ্যাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও কলেজ ছাত্রলীগ নেতা জাহীদ হাসান শোভন খালিদ মাহমুদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।