Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:  যুবশক্তিকে দেশের উন্নয়ের প্রাণ, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুবশক্তি চালিকা শক্তি বলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করেছে প্রধান অতিথির বক্তৃতা কালে সমাজকল্যান মন্ত্রনালয় সম্পকিত স্থায়িকমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন এম পি এসব কথা বলেন। তিনি তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।
মঙ্গলবার সকালে বাগেরহাট এসি লাহা অডিটরিয়াসে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডল,জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্রঁ রায়,আলোচনা সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হৃষীকেশ দাশ,প্রানি সম্পাদ কর্মকর্তা ডাক্তার মোঃ সাইফুজ্জামান,কাড়াপাড়া নারিকল্যান কেন্দ্রের নির্বাহি পরিচালক অনিতা রায়,উদয়ন বাংলাদেশের নির্বাহি পরিচালক মোঃ আসাদুজ্জামান শেখ,শুবিধা ভুগি শাওয়ান হাওলাদার প্রমুখ।এর আগে যুবদিবস উপলক্ষে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বেরকরেন। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ২৭লক্ষ২০হাজার টাকার ঋীণ, ৩লক্ষ ৮৫হাজার টাকার অনুদানের চেক ও ৫০জন প্রশিক্ষনাথিদের মাঝে সনদপত্র বিতারন করা হয়েছে।