খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬: বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পারনওয়াপাড়া গ্রামের আড়ার খালের উপর নির্মিত ব্রিজটির এখন মরন ফাঁদ। গোটাপাড়া ইউনিয়নের ১০ গ্রামের ১৫ হাজার জনসাধারনের যাতায়াতের একমাত্র মাধ্যম এ ব্রিজটির এককাংশ ভেঙ্গে খালে বিলিন হয়ে গেলেও প্রয়োজনীয় সংস্কারের অভাবে ব্রিজটি জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে ব্রিজটির নাজুক হওয়ায় পথচারিরা সাইকেল, রিক্সা ও ভ্যান নিয়ে ঝুঁকির মধ্যে দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনের গিয়ে দেখা গেছে, পারনওয়াপাড়া-আতাইকাঠির সংযোগস্থল আড়ার খালের উপর নির্মিত এ ব্রিজটি এককাংশ ভেঙ্গে খালে বিলিন হয়ে গেছে। আর ব্রীজের পাত গুলো ভেঙ্গে পড়ায় স্থানীয় লোকজন বাধ্য হয়ে বাস দিয়ে জোড়াতালি লাগিয়ে কোনমতে ব্রিজটি দিয়ে পারাপার হচ্ছে।
স্থানীয় একাধিক গ্রামবাসি জানায়, পারনওয়াপাড়ার গুরুত্বপূর্ণ এ ব্রিজটির দু’পাশে রয়েছে, দেপাড়া, কান্দাপাড়া, আতাইকাঠি, পারনওয়াপাড়া, নওয়াপাড়া, বানিয়াগাতী, পাতিলাখালী, গাওয়াখালী, গাবরখালী ও ভাটসালা গ্রাম। আর এসব গ্রামের প্রায় ১২/১৫ হাজার জনসাধারণের যাতায়াতের জন্য এ ব্রিজটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ এ কালভাটটি বেহাল অবস্থা থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে গ্রামবাসীদের ঝুকিপূর্ণ এ ব্রিজটি গিয়ে পারাপার হতে হচ্ছে। অনেক সময় পার হতে গিয়ে অনেক পথচারীই ব্রিজটি থকে পড়ে গিয়ে আহত হয়েছে বলে এলাকাবাসি জানায়। এছাড়াও গুরুত্বপূর্ণ এ ব্রিজটির একপাড়ে পারনওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট গুরুত্বপূর্ণ এব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানায় তারা।
এদিকে পারনওয়াপাড়া আতাইকাঠির প্রায় ৩ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা এ রাস্তাটির ৩ কিলোমিটার সাইকেল-রিক্সাসহ কোন ধরনের যান চলাচলের উপযুগী নেই। খানাখন্দে ভরা এ সড়কটির ছোট ২/৩ টি কালভার্টও রয়েছে চড়ম ঝুঁকিপূর্ণ অবস্থায়। এলাকাবাসী অভিযোগ দীর্ঘদিন ধরে অবহেলিত এ জনপদের গুরুতপূর্ণ এ ব্রিজ ও সড়কটি বেহাল ও ঝুকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে নজর দেয়নি। যার ফলে গোটাপাড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছে।
গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমসের আলী বলেন, আড়ারখালের উপর নির্মিত ব্রিজ ও পারনওয়াপাড়া-আতাইকাঠি সড়কটির বেহাল ও ঝুকিপূর্ণ অবস্থার কথা সংশিষ্ট কর্তৃপক্ষের অবহিত করা হয়েছে। আশা করছি অচিরেই ঝুকিপূর্ণ ব্রীজ ও সড়কের সংস্কার কাজ করা হবে।