Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:  স্থগিত ইউপি নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন অফিসার নুরে আলম বেসরকারিভাবে বিএনপি মনোনিত প্রার্থী পয়গাম আলী ২৯১ ভোটে বিজয়ী হয়েছেন বলে নিশ্চিত করেছেন।ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের একটি ওয়ার্ডে ভোটকেন্দ্র স্থগিত ছিল।সোমবার সেই ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সমর্থিত প্রার্থী পয়গাম আলী পেয়েছেন ৮০৭ ভোট ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেরেকুল ইসলাম পেয়েছেন ৪৪১ ভোট। স্থগিত কেন্দ্রের ভোট সংখ্যা ছিল ১ হাজার ৭৭৭।এর আগে নারগুন ইউনিয়নের ৮ টি ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী সেরেকুল ইসলাম পেয়েছিলেন ৫ হাজার ১৮ ভোট, বিএনপির প্রার্থী পয়গাম আলী পেয়েছিলেন ৪ হাজার ৯৪৩ ভোট।উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়নের এমহাট খোচাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেম্বারের ভোট গণনার সময় একটি ভোটের বাক্স ছিনতাই হয়ে গেলে এই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।