খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-কে ২টি অত্যাধুনিক পিক-আপ ভ্যান প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ১ নভেম্বর ২০১৬ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোঃ আছাদুজ্জামান খান, বিপিএম, পিপিএম এর নিকট এই গাড়ি হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। ডিএমপি কমিশনার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম, এআইবিএল ভিআইপি রোড শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস. এম. কাওসার, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরেশী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) দিদার আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট) জামিল আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।