Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬: শাহার্রুপ সুমন , লালমনিরহাট: যোগ্য প্রার্থীর তুলনা নেই , নতুন বাংলাদেশী মোরা , মোদের উন্নয়ন চাই।
এ স্ল্গোানের মাধ্যমে লালমনিরহটের হাতীবান্ধা উপজেলার সিটমহল সংযুক্ত ৯ নং গোতামারী ইউনিয়ন পরিষদ নির্বাচন গত সোমবার অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে। জানা গেছে, গত ০১ বছর পূর্বে উক্ত সিটমহল বিলুপ্ত ঘোষনা করায় সীটমহল বাসীরা বাংলাদেশী হিসাবে নাগরিকত্ত লাভ করে। দীর্ঘ ৬৯ বছর যাবৎ বন্দী দশা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশী হিসেবে নাগরিকত্ত লাভের পর তাদের জীবনে এই প্রথম ভোটারিধাকার প্রয়োগের সুযোগ পায় তারা । সোমবার ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বিলুপ্ত সীটমহল বাসী নতুন ভোটাররা আনন্দ উৎসব মুখর পরিবেশে এবং শান্তি শৃঙ্খলার মাধ্যমে নিজ নিজ ভোটারাধিকার প্রয়োগ করতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এবং নতুন বাংলাদেশী হিসেবে স্লোগান দেন – যোগ্য প্রার্থীর তুলনা নেই , নতুন বাংলাদেশী মোরা , মোদের উন্নয়ন চাই। উল্লেখ্য হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৩১ মার্চ /২০১৫ তারিখে ১১টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুধু মাত্র বিলুপ্ত সিট মহলের ভোটার তালিকা প্রণয়ন জনিত কারণে ৯ নং গোতামারী ইউনিয়নে নির্বাচন স্থগিত ছিল । যাহা ৬ষ্ঠ ধাপে গত সোমবার অনুষ্ঠিত হলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে বেসরকারী ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন। তারা হলেন চেয়ারম্যান আবুল কাশেম সাবু নৌকা প্রতীক ৪৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী বিদ্রহ আওয়ামীলীগ সতন্ত্র প্রার্থী মটর সাইকেল প্রতীক মোনাব্বেরুল ইসলাম ৩৫০১ ভোট। অপর নির্বাচিতরা হলেন , সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ তহমিনা আক্তার , মোছাঃ শহিতন বেগম ও মোছাঃ রোকেয়া বেগম , নির্বাচিত সাধারণ সদস্যরা হলেন আব্দুর রাজ্জাক , জাহেদুল ইসলাম , প্রানকৃষ্ণ রায়, সুমন মিয়া, আমিনুর রহমান, আতিয়ার রহমান, নারায়ন চন্দ্র রায় , আবাহার আলী ও সাইদার রহমান নিবাচিত হয়েছে বলে রিটার্নিং অফিসার আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।